ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষকের ওপর হামলা ও সারাদেশে নির্বিচারে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ মিছিল শুরু করেন। এর আগে সকাল ১০টায় জনপ্রশাসন বিভাগের শিক্ষকরা এবং ১১টায় অর্থনীতি বিভাগের শিক্ষকরা সমাবেশ করেন।
এ সময় শিক্ষকদের বৃষ্টিতে ভিজে বক্তব্য দিতে দেখা যায়।
এর আগে গত ২৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আটক শিক্ষার্থীদের মুক্তি ও অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান চালুর দাবিতে সমাবেশ করেন।