ঘূর্ণিঝড় রিমালের কারণে ১ লাখ ৫০ হাজার ৪৭৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।
সোমবার (২৭ মে) বিকেলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৯ জেলায় ৩৭ লাখ ৫৮ হাজার ৯৬ জন আক্রান্ত হয়েছেন। ঘূর্ণিঝড় রিমালে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির কারণে ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ফলে রাজধানীসহ দেশের সব জায়গায় বৃষ্টি হচ্ছে। একটি নিম্নচাপের প্রভাব মঙ্গলবার (28 মে)ও থাকতে পারে।
আবহাওয়াবিদ মোঃ বজলুর রশীদ বলেন, ভূমি নিম্নচাপ স্থায়ী নয়। এর কোনো নির্দিষ্ট কেন্দ্র নেই। তবে সাগরে নিম্নচাপের একটি নির্দিষ্ট কেন্দ্র রয়েছে। রিমাল ডিপ্রেশনে পরিণত হওয়ার পর তা ছড়িয়ে পড়েছে।
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://accounts.binance.com/pt-BR/register-person?ref=YY80CKRN