বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার (৪ আগস্ট) থেকে সারাদেশে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন।

এদিকে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করেছে কয়েকজন আন্দোলনকারী।

অন্যদিকে এক দফা দাবি নিয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে পুরো এলাকায় কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। সকাল ১০টা ২৫ মিনিটে অর্ধশতাধিক শিক্ষার্থী সড়কে অবস্থান নেয়।

শিক্ষার্থীরা মিরপুর সড়কে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেয়। শনিবার মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, এদিন বেলা ১১টায় রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

গত শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার থেকে বিক্ষোভ ও রবিবার থেকে অনির্দিষ্টকালের অসহযোগের ডাক দেয়।

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *