বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, তবে অন্তত ১০টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে।
৮ সেপ্টেম্বর রোববার তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি। সে এস আলমেরই হোক বা সালমান এফ রহমানের। কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক আমানত সুরক্ষা বীমার পরিমাণ ১ লাখ থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করেছে।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.