খুলনায় মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।খুলনার ডুমুরিয়ার গুটুদিয়া কামালপুর গ্রামে এক মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, কামালপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮) এবং তার দুই সন্তান ফাতেমা (৬) ও ওমর (৭ মাস)।
দুপুর ১টার দিকে বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আজ শনিবার পারিবারিক কলহের জের ধরে ডলি বেগম তার দুই সন্তানকে হত্যার পর বালিশের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। তবে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে উল্লেখ করেন।
তিনি আরও জানান, সকাল ১০-১১টার দিকে এ ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
খুলনায় মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে
খুলনায় মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে খুলনায় মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে