চারদিনের ব্যবধানে লালমনিরহাট সীমান্তে ভারতীয় বর্ডার গার্ড ফোর্স (বিএসএফ) গুলি করে এক বাংলাদেশিকে হত্যা করেছে। শনিবার ভোররাতে জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বেলতলা সীমান্তে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন।
নিহত মুরলী বর্মণ রায় উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে।
এর সঙ্গে গত চার দিনে লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
বিজিবি ও পুলিশ জানায়, শুক্রবার রাতে মুরলী চন্দ্রসহ ২০ বাংলাদেশির একটি দল গরু আনতে সীমান্তে যায়। মুরলী ছাড়াও, মিজানুর ও লিটন মিয়া নামে একজন বাংলাদেশী ভোরে গরু নিয়ে ফেরার সময় বিএসএফের টহল গুলি ছুড়লে তারা গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে সাহায্যকারীরা তাদের উদ্ধার করতে আসলে মুরলি চন্দ্র বর্মণ মারা যান।
গুলিবিদ্ধ আরো দুই বাংলাদেশি অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন রয়েছে। তাদের বাড়ি চন্দ্রপুর গ্রামে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, সকালে খবর পেয়ে সীমান্তে নিহত মুরলী চন্দ্রের লাশ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে।
সাংবাদিকদের লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?