ঈদে বাড়ি ফেরার সময় এসেছে। ঢাকা থেকে প্রায় এক কোটি মানুষ ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জসহ আশপাশের জেলার অন্তত ৬০ লাখ মানুষ দেশে ফিরবেন। অন্যান্য বিভাগীয় শহরে কমপক্ষে 20 লাখ কর্মী ও শিক্ষার্থী রয়েছে। তারাও ঈদে নিজ নিজ এলাকায় ফিরবেন।
যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, ঈদকে ঘিরে ঢাকা থেকে মোটরসাইকেলে ১২ লাখ ট্রিপ হবে। এছাড়া মাইক্রোবাস, মিনিবাস ও অফিসের বিভিন্ন যানবাহনে চার দিনে প্রায় ৩৫ লাখ যাত্রী ঢাকা ছাড়বেন। এর সঙ্গে যুক্ত হবে ব্যক্তিগত গাড়িও।
সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী কালের কণ্ঠকে বলেন, আন্তঃজেলা পর্যায়ে ঈদে যাত্রী পরিবহনের লক্ষ্যে দেড় লাখের বেশি ইজিবাইক, রিকশা, অটোরিকশা সড়কে নামতে পারে।
এসব ছোট যানবাহন মহাসড়কে দূরপাল্লার যানবাহনের গতি কমিয়ে দিতে পারে এবং যানজটের সৃষ্টি করতে পারে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়বে।