ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানী তেল আবিবে অবস্থিত ‘হাসোমার’ নামের একটি ঘাঁটিতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই ঘাঁটিতে বিভিন্ন ধরনের অস্ত্র মজুত রয়েছে।
তাৎক্ষণিকভাবে, মিডিয়া জানিয়েছে যে ফায়ার সার্ভিসের 28 টি দল প্রাথমিকভাবে আগুন নেভাতে কাজ করেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
Crisis24 নামে আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে আগুনের কারণে সেখানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। এছাড়াও, সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসাবে, আশেপাশের অবকাঠামো থেকে সাধারণ জনগণকে সরিয়ে নেওয়া হতে পারে।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://accounts.binance.com/tr/register?ref=W0BCQMF1