সরকারি চাকরিতে কোটা বাতিলের ২০১৮ সালের সার্কুলার বহাল রাখার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা বাতিল ও ১৮টি বহাল রাখার দাবিতে স্লোগান দেন।
পরে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হল, হাজী মুহাম্মদ মহসিন হল, উপাচার্যের বাসভবন, রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে শাহবাগে এসে ঘেরাও করে।
দুপুর ১২টা ১৮ মিনিটে মিছিলটি শাহবাগ মোড়ে থামে। শাহবাগ মোড়ে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কিন্তু পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়নি। শাহবাগ মোড়ে আন্দোলনকারীরা এখন কোটা পদ্ধতির বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন।
‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা তাদের দাবি আদায়ে গতকাল প্রায় দেড় ঘণ্টা শাহবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। গত ১ জুলাই থেকে লাগাতার কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা যাতে না নামেন, সে জন্য আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ। ফলে মিছিলে আসতে চেয়ে অনেক শিক্ষার্থী আটকা পড়ে। সমালোচনার মুখে গেট খুলে দেওয়া হয়। কিন্তু ছাত্রদের একাংশ হল থেকে বের হতে দেওয়া হয়নি।