চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার মোহাম্মদ নূর উদ্দিন (৫৫) মারা গেছেন।
মঙ্গলবার রাতে উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সহকারী প্রিসাইডিং অফিসার উপজেলার ১১ নম্বর ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
বুধবার সকাল থেকে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ নম্বর ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন তিনি।
হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা। বুধবার ষাটনল গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।