পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) তাদের মৃত্যু হয়। এ বছর হজ করতে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে মক্কার হজ কাউন্সিলর জহিরুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত তিনজন হলেন রংপুরের সায়ার এলাকার বাসিন্দা মোহাম্মদ গোলাম কুদ্দুস (৫৪)। তার পাসপোর্ট নম্বর এ ১৩০৪০৫২৬। মোহাম্মদ শাহজুদ আলী (৫৫) একই জেলার পীরগঞ্জের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর A 12491819। অন্যজন মোহাম্মদ সোলায়মান (73), গাইবান্ধার মুক্তি নগরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর A 12815481।
সৌদি আরবে নিহতদের মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় চারজন মারা গেছেন। এদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন মহিলা।
আজ মঙ্গলবার (১১ জুন) সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৭৯ হাজার ৫৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২৯৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৪ হাজার ২৬২ জন সৌদি আরবে গেছেন।