কুয়াকাটার কাছে বঙ্গোপসাগরে সূর্য মাঝি (৫৫) নামে এক জেলে এক টানে ১৩০ মণ ইলিশ ধরেছে। শনিবার (৬ এপ্রিল) সকালে এসব মাছ বিক্রির জন্য আনা হয় আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার গভীর সাগরে এসব মাছ ধরা পড়ে।
গত বুধবার সূর্য মাঝি ১৭ জেলে নিয়ে বাঁশখালীর আলিপুর থেকে আল্লাহ দয়া-১ নামের একটি ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।
জাল টানলেই বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। এ সময় তারা সব মাছ ট্রলারে নিতে না পেরে অর্ধেক মাছ সাগরে ফেলে যায়।
এসব ইলিশের দাম ৪০ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন জেলেরা। এগুলো বিক্রি করা হবে আলিপুর ফিশ ল্যান্ডিং সেন্টারে।