আগামী বছর হজের ব্যয় ৫০ হাজার থেকে কমিয়ে ১ লাখ টাকা করা হবে। গতবারের তুলনায় খরচ কমিয়ে দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হবে। সেই লক্ষ্যে আজ ঘোষণা করা হয়েছে হজ প্যাকেজ।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে যে 2025 সালের জন্য হজ প্যাকেজ বুধবার (30 অক্টোবর) সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. এএফএম খালিদ হোসেন ঘোষণা করবেন।

এবার প্রথমবারের মতো দুটি প্যাকেজ থাকবে। একটি হল পবিত্র কাবা শরীফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে যারা থাকেন তাদের জন্য, আরেকটি যারা কাবা শরীফের আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে বসবাস করেন। দুটি প্যাকেজের দামই গত বছরের তুলনায় কম।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মক্কার হারাম শরীফ থেকে দেড় কিলোমিটার দূরে আজিজিয়া নামক স্থানের সঙ্গে মিল রেখে প্যাকেজের নাম ‘আজিজিয়া’ রাখা হচ্ছে।

২০২০ সালে তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী মরহুম শেখ মোঃ আব্দুল্লাহ এই প্যাকেজ চালু করার সিদ্ধান্ত নেন। কিন্তু করোনার কারণে আটকে গেছে।

দুই বছর বন্ধ থাকার পর যখন 2022 সালে হজ পুনরায় শুরু হয়, তখন এটি নিয়ে কোনও আলোচনা হয়নি। কিন্তু ২০২৩ সালে হজের খরচ দেড় লাখ টাকা বেড়ে যাওয়ায় ধর্ম মন্ত্রণালয় এই প্যাকেজ চালুর উদ্যোগ নেয়। কিন্তু নানা কারণে ওই বছর তা বাস্তবায়ন হয়নি। এবার সরকার সেই প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে।

আগামী বছরের জুনের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজ করতে পারবেন বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *