ভাঙচুর ঠেকাতে ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও ক্ষমতাসীন দলের নেতারা। রোববার (৪ আগস্ট) সকাল থেকে রাজধানীর রাসেল চত্বরে অবস্থান করছে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি।

কেন্দ্রের ঘোষণা অনুযায়ী দিনভর এ অবস্থান চলবে বলে জানিয়েছেন তারা। এমন দাবি জানিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন নেতারা। দুপুরের পর এমন অবস্থান কর্মসূচি থেকে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে মিছিলের ঘোষণা দেওয়া হয়।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, মিরপুর, ধানমন্ডি, শাহবাগ, শ্যামলী, মোহাম্মদপুরসহ বিভিন্ন পয়েন্টে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজির হয়েছেন নেতাকর্মীরা। এছাড়া দেশের সব জেলা ও শহরে একই কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *