চলতি মাসেই ফেসবুক লাইভে বিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি। স্বামী রাকিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পথে রয়েছেন বলে জানান তিনি। ইতিমধ্যে বিচ্ছিন্ন।

এরপর বিচ্ছেদ ইস্যুতে মুখ খোলেন মাহি ও রাকিব দুজনই। এবার নিজের নাম থেকে স্বামীর নাম (সরকার) বাদ দিলেন মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল এই অভিনেত্রীর নামের পরিবর্তন।

চলচ্চিত্রে প্রবেশের সময় মাহির নাম ছিল শারমিন নিপা। সেখানকার মাহিয়া মাহি ছিলেন। এরপর ২০২১ সালে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করার পর নিজের নামের সাথে ‘সরকার’ যোগ করেন। কিন্তু সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দিয়ে নাম থেকে ‘সরকার’ মুছে ফেলেছেন মাহি। ফলে নিজের নাম থেকে স্বামীর উপাধি সরিয়ে মাহিয়া মাহি নামে নিজের পরিচয়ে ফিরে আসেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২১ সালে মাহিয়া মাহি রাকিবকে বিয়ে করেন। এটি ছিল মাহি ও রাকিবের দ্বিতীয় বিয়ে। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন। কয়েক বছর পর সংসার ভেঙে যায়। এরপর মাহি রাকিবকে বিয়ে করেন, তাদের ফারিশ নামে একটি ছেলে হয়।

Shares:
1 Comment
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *