রাজধানীর বেইলি রোডে নবাবী ভোজ ও সুলতানস ডাইন নামের দুটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজউক এ অভিযান শুরু করে। খবর পেয়ে রেস্তোরাঁটি বন্ধ করে দেন নবাবিভোজের আধিকারিকরা। পরে রেস্তোরাঁটি সিলগালা করে অভিযানকারী দল।

দুপুরে সুলতানস ডাইন রেস্তোরাঁয় অভিযান চালায় একই সংগঠন। সেখানে গিয়েও তারা দেখতে পান রেস্টুরেন্টটি বন্ধ। একটি নোটিশে লেখা ছিল, ‘সুলতানস ডাইন সংস্কার কাজের জন্য সাময়িকভাবে বন্ধ রয়েছে’। পরে বন্ধ রেস্তোরাঁটি সিলগালা করে দেয় রাজউক।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার অভিযান পরিচালনা করেন।

সুলতানস ডাইন প্রসঙ্গে রাজউক কর্মকর্তারা জানান, রেস্টুরেন্টের দায়িত্বে থাকা কর্মকর্তারা কোনো নথি দেখাতে পারেননি। তবে তাদের কাছে সব নথি আছে বলে দাবি করেছেন তারা। তাই রেস্তোরাঁটি আপাতত সিলগালা করে দেওয়া হয়েছে। কাগজপত্র দেখালে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৪৬ জন। হাসপাতালের শয্যায় কান্নাকাটি করছেন অনেকেই। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তারপর প্রচারণা অব্যাহত থাকে।

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *