কোটা আন্দোলন নিয়ে রাজনীতি জড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৮ জুলাই) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, এর আগে অনুষ্ঠিত কোটা আন্দোলনের প্রথম সারির ৩১ জন বিসিএস পরীক্ষায় পাস করতে পারেননি। এই আন্দোলনে জড়িয়ে পড়েছে রাজনীতি। কারণ বিএনপি প্রকাশ্যে কোটা আন্দোলনকে সমর্থন করেছে। এ আন্দোলন কোনো ষড়যন্ত্রের অংশ কিনা, তা আন্দোলন দেখলেই বোঝা যাবে। তিনি বলেন, বিএনপির সরকার পতনের স্বপ্ন পূরণ হবে না।
মন্ত্রী বলেন, কোটা বাতিলের দাবিতে সরকার আন্তরিক হওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে সরকার। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। হাইকোর্টের চূড়ান্ত রায়ের আগে সড়ক অবরোধ করে মানুষকে ভোগান্তি পোহাতে হবে না। আদালতের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ঠিক হবে না।
তিনি বলেন, আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি পরিহার করতে হবে ওবায়দুল কাদের বলেন, পেনশন প্রকল্প নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে।