জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও সাধারণ সম্পাদক মুজিবুল হক চুন্নুর স্বেচ্ছাচারিতার অভিযোগে দলের ঢাকা মহানগর উত্তরের ১০টি থানার ৬৭১ নেতা-কর্মী পদত্যাগ করেছেন। সেই সঙ্গে আবারও জাতীয় পার্টিকে বন্ধনী করার আভাস পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাপা ঢাকা মহানগর উত্তরের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু এ গণপদত্যাগের ঘোষণা দেন।
অনুষ্ঠান শুরুর আগেই একের পর এক স্বাক্ষর করে পদত্যাগ করছেন তারা। সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান। এতে বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী, গবেষণা ও উন্নয়ন কমিটির সদস্য শাহীন আরা সুলতানা রিমাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে যোগ দেন।
পর্যায়ক্রমে আরও নেতা পদত্যাগ করবেন বলে বৈঠকে বলা হয়। এর পাশাপাশি জাতীয় পার্টিকে আবারও বন্ধনী করার ইঙ্গিত পাওয়া গেছে। বৈঠক শেষে নেতাকর্মীরা চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে স্লোগান দেন।