নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সারা দেশে ৩০৮টি নদী নাব্যতা হারিয়েছে।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এম. আবদুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে সমুদ্রবিষয়ক প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সময় স্পিকার মো. শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
নৌ-পরিবহন মন্ত্রী বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন জাতীয় নদী সুরক্ষা কমিশন কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশের নদী: সংজ্ঞা ও সংখ্যা’ শীর্ষক বই অনুসারে বাংলাদেশে বর্তমানে মোট নদীর সংখ্যা ১০০৮টি। পরবর্তীতে নদ-নদীর সংখ্যা জেলা প্রশাসক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে প্রাপ্ত। প্রক্রিয়া চলছে।
প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বর্তমানে বাংলাদেশে ৯৩১টি নদী প্রবাহিত এবং নাব্যতা হারিয়েছে এমন নদ-নদীর সংখ্যা ৩০৮টি। ঢাকা বিভাগে নাব্য নদ-নদীর সংখ্যা ৩৫। ৮৫, রংপুর বিভাগে ৭১, রাজশাহী বিভাগে ১৮, বরিশাল বিভাগে শূন্য, চট্টগ্রাম বিভাগে ১১, সিলেট বিভাগে ১০, ময়মনসিংহ বিভাগে ২৬ এবং খুলনা বিভাগে ৮৭।
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://accounts.binance.com/pl/register-person?ref=YY80CKRN