রাজধানীর গুলশান লেকে মাছ নয়, মশা চাষ হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
শনিবার (১৬ মার্চ) সকালে ডিএনসিসি ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে গুলশান লেক পরিস্কার কার্যক্রম পরিদর্শনে এসে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আতিকুল ইসলাম জানান, গুলশান লেকের পানি দূষিত। এই পানির কোনো সুফল পাচ্ছে না স্থানীয় বাসিন্দারা। তাই এই লেক পরিষ্কার করা এলাকাবাসীর জন্য ঈদ উপহার।
তিনি আরও বলেন, ‘আমরা সম্প্রদায়কে সম্পৃক্ত করতে চাই। আপনারা এগিয়ে এলে সরকার সমাধানের পথ খুঁজে বের করবে।’
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/ro/register-person?ref=V3MG69RO