ফরিদপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরের দিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফরিদপুর করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছে। আহত চার জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।