চট্টগ্রামের পতেঙ্গায় ট্রেনিং প্লেন বিধ্বস্ত হলে দুই পাইলট প্যারাসুট দিয়ে নামতে সক্ষম হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের একজনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈশা খান হাসপাতালে মারা যান পাইলট স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা জানান, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। আহত কো-পাইলট উইং কমান্ডার জহুরুল হক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছিল যে বাংলাদেশ বিমান বাহিনীর ‘ইয়াক 130’ প্রশিক্ষণ ফাইটার যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে।