বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. মইনুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপূজা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।
আজ ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে এক অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, “এদেশে দীর্ঘদিন ধরে পূজা চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে। দুর্গাপূজাকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।”
আইজিপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের অন্তত ৫০০ থানায় হামলা, ভাংচুর ও গাড়ি পোড়ানো হয়েছে। বলেন, গাড়িটি ইতিমধ্যেই বদলানো হয়েছে। থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলেও দাবি করেন তিনি।